রবীন্দ্র নাথ পালঃ আজ (শনিবার)বিকালে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টীজ এর সহায়তায় গনপূর্ত ও গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের মাঠে, ২শতাধিক কর্মহীন বেকার, হোটেল রেস্তোরার শ্রমিক,দিনমজুর ও সহায় সম্বলহীন দুস্থদের চাল,ডাল,তেল,লবন,আলু,পেয়াজ,সাবান বিতরন করেন।
এ সময় ময়মনসিংহ চেম্বারের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি আমিনুল হক শামীম,চেম্বারের পরিচালক শ্যকর সাহা,মোটর মালিক সমিতির নেতা মাহবুবুর রহমান,মুকুল নিকেতন স্কুলের প্রধান শিক্ষক সহ শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম জানান,রোজার শুরুতে তেল,পেঁয়াজ,আদা সহ কিছু কিছু জিনিসপত্রের দাম কিছুটা কমেছে। সামনের দিনে বাজার মনিটরিং আরো বাড়ানো হবে। আমিনুল হক শামীম আরো জানান, আমরা ব্যবসায়ীদের অনুরোধ করেছি বর্তমান দূর্যোগের সময় পবিত্র রমজান মাসে লাভ না করে সাধারন মানুষের জীবন বাঁচাতে যেন সহায়তার হাত বাড়িয়ে দেন। আমার বিশ্বাস ব্যবসায়ীরা এবার অতটা অমানবিক হবে না। তিনি জানান,বাজার নিত্যদিন মনিটরিং করা হবে। কোথাও অতিরিক্ত দাম রাখলে তা যেন তাদের জানানো হয়। উল্লেখ্য গতকাল শুক্রবার গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ২ হাজার পুরুষ – মহিলাাকে ত্রান বিতরন করেন।
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে কোতোয়ালী থানার সামনে মুকুল নিকেতন স্কুল হওয়ায় ত্রান বিতরন কাজের সময় থানার ওসি মাহমুদুল ইসলাম বা থানার কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন না। যা দৃষ্টকটু ঠেকেছে।