কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
দুই বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় পুকুরে বিষ প্রয়োগে পোনা মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের। এ ঘটনায় বৃহস্পতিবার ভূক্তভোগী শাহাদাৎ হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন দুর্গাপুর থানায়। গত শনিবার বিকেলে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নজরুল ইসলামের দুই কন্যা তামান্না আক্তার (১৯), নাজমুন্নাহারকে (১৩) উত্যক্ত করে আসছিলো একই গ্রামের আমের আলীর পুত্র আবু সাঈদ (২৫)। উত্যক্তের বিষয়টি মেয়ের পক্ষ জিজ্ঞেস ও নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে উঠে আবু সাঈদ। পরে এ নিয়ে স্থানীয় গ্রাম্য শালিসে গণ্যমান্য ব্যক্তিরা আর বিরক্ত না করার সিদ্ধান্ত দেয়। এরই জের ধরেই ওই পরিবারের ক্ষতি সাধনের চেষ্টা করে আসছে যুবক।
গত বুধবার রাতে রেনু থেকে ফোটানো কার্প জাতীয় মাছের পোনার পুকুরে বিষ ঢেলে মেরে ফেলে। এতে বিভিন্ন প্রজাতি মাছের প্রায় ৯ লক্ষ পোনা মরে পানির উপরে ভেসে উঠে। ৫-৬ লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। খবর পেয়ে পরদিন মৎস্য অফিসের লোকজন পানি ও মাছ পরীক্ষা করে। বিষ প্রয়োগে মাছের পোনা মারা গেছে বলে জানান মৎস্য কর্মকর্তা। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বর ও চেয়ারম্যানকে অবগত করেও কোন সুফল মেলেনি অভিযোগ থেকে জানা যায়।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, বিষ ঢেলে মাছের পোনা মেরে ফেলার ঘটনাটি শুনেছি। ছেলেটি অশৃঙ্খল প্রকৃতির ওকে আইনের আওতায় আনা উচিত।
দুর্গাপুর থানার ওসি মো মিজানুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।