কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
করোনা ভাইরাসের ইস্যুতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা লকডাউনে রয়েছে। নিম্ন আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য সমস্যা। নানা সমস্যা মধ্যে দিনানিপাত করছে খেটে খাওয়া দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষেরা। এই সংকটময় মুহুর্তে দুর্গাপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্দ্যেগে তাদের মাঝে সব্জি বিতরন হয়েছে।
শনিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় বসবাসরত অসচ্ছল পরিবারগুলোর মধ্যে বিনামূল্যে পেঁয়াজ, আলু, কুমড়া, লবন, শাক, সবজি বিতরন করা হয়।
পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাসুদ, ধর্ম বিষয়ক সম্পাদক কেফায়েত উল্লাহ আরিফ, ছাত্রলীগ নেতা আশিক, জনি ও ডা. জুবায়ের হোসেন, সাংবাদিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে উপজেলা ছাত্রলীগের সদস্য সামছুল হক সানি ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ ঘোষ জানান।