কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার মদন উপজেলা লরির চাপায় দুই শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে দেওসহিলা তলার হাওরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সৌরভ (৭) দেওয়াসহিলা উত্তর পাড়া গ্রামের লায়ন মিয়ার ছেলে এবং রোমান (৮) পাশ্ববর্তী জেলা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পাইক পাড়া গ্রামের আল আমিনের ছেলে। রোমান কয়েক দিন আগে মায়ের সাথে দেওসহিলায় মামার বাড়িতে বেড়াতে আসে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রোমানের মামা রফিকুল ও সৌরভের বাবা লায়ন তলার হাওরে ধান কাটতে হাওরে যায়। রোমান ও সৌরভ তাদের খাবার নিয়ে সেখানে যায়। খাবার দিয়ে বাড়ি আসার পথে ধান বোঝায় একটি লরি গাড়িতে উঠে। হাওরের গাদ্দি নামক স্থানে আসতেই গাড়িটি উল্টে যায়। এতে নিহত দুজনই লরি চাপায় গুরুতর আহত হয়। ঘটনার সাথে সাথে লরির চালক পালিয়ে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. অলিজা দুই শিশুকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মদন থানার এসআই দেবাশিষ বলেন, গাড়ি চাপায় নিহত শিশু দুজনের মৃতদেহ মদন স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে।