পূর্বধলা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নে করোনা প্রতিরোধে এলাকার যুবকদের নিয়ে সেচ্ছাসেবী দল গঠন করে গ্রামের লোকজনদের করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা ও প্রতিরোধে পদক্ষেপ নিয়ে এলাকার সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়।
রিয়াদ মোহাম্মদ নায়িম, রফিকুল ইসলাম ও মাসুদ হোসেনের নেতৃত্বে আলোচনা সাপেক্ষে শিক্ষিত সচেতন যুুুুবকদের নিয়ে একটি দল গঠন করে জীবানু নাশক স্প্রে ছিটানোর কাজ শুরু করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন প্রতিদিনের কাগজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু বকর রানা।
এসময় গ্রামের সাধারণ মানুষদের লকডাউন সম্পর্কে ধারণা দেওয়াসহ তাদের ঘরে থাকার জন্য অনুরোধ করা হয়।