কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
করোনা ভাইরাস কোভিড -১৯ মহামারিতে পরিস্থিতিতে নেত্রকোনা কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের অসহায় ২৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছেন গারামপাড়ার আমিন পরিবার। শুক্রবার (২৪ এপিল) দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের অসহায় ২৫০টি পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, আলু ও লবণ, ১টি সাবান এবং হাফ লিটার করে তেল ও হাফ কেজি ডাল বিতরন করা হয়।
বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশ লকডাউনের মধ্যে রয়েছে। ফলে গ্রামগঞ্জের খেটে খাওয়া হতদরিদ্র জনগণ বিপাকে পড়েছে। এই মহামারিতে আমিন পরিবারের নিজস্ব অর্থায়নে ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুনির আমিনের উদ্যোগে রংছাতি ইউনিয়নের গারামপাড়া গ্রামের তার নিজ বাড়ীর আঙ্গিনায় সামাজিক দূরত্ব বজায় রেখে ২৫০টি হতদরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করেন।
স্থানীয় ইউপি সদস্য ও আমিন পরিবারের সন্তান আতাউল হক গনি জানান, করোনা মহামারী প্রতিরোধে চলমান লকডাউনে সীমাবদ্ধতার মাঝেও ২৫০ টি অসহায় পরিবার সমূহের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত আমরা গ্রহন করি। এরই আলোকে শুক্রবার দুপুরে হতদরিদ্রের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেছি। তবে মহামারি দীর্ঘায়িত হলে প্রয়োজনে আমাদের আমিন পরিবারের সাধ্য অনুযায়ী আবারও খাদ্য সামগ্রী নিয়ে এলাকার অসহায় জনগণের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ্ ।