হাবিবুর রহমান : করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশুখাদ্য সহায়তা পূর্বধলা পজেলার ১৩০টি পরিবারের প্রতিবন্ধী শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) পূর্বধলা স্টেশন বাজার ঈদগাহ মাঠে দুপুর ২টা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম ও সমাজসেবা অফিসার মো.সাইফুল আলম খাদ্যদ্রব্য বিতরণ করেন। প্রতিটি শিশুখাদ্য প্যাকেটে ছিল গুড়া দুধ, সুজি, চিনি, খেজুর, নুডুলস ও সাথে জীবাণুনাশক ফিটকারি।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে উপহার স্বরূপ হতদরিদ্র ও অসহায় পরিবারের প্রতিবন্ধী শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।