কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার দুর্গাপুরে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া কাকৈরগড়া ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে কাকৈরগড়া ইউপি কার্যালয়ের সামনে এ ঔষধ বিতরন করা হয়। দূর্গাপুর উপজেলা ছাত্রলীগ নেতা মবিন ইবনে সাঈদ সৌরভ ও আনিসুজ্জামান রনি’র সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য সারাদেশ ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের কাজে উদ্বুদ্ধ হয়ে ভিন্ন ধর্মী কাজে দেয় দুর্গাপুর ছাত্রলীগ নেতারা। এরই ধারাবাহিকতায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নেরর দুই শত হতদরিদ্র পরিবারের মাঝে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়।
এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী সাবিনা ইয়াসমিন স্বর্না ও ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ নেত্রী জারিন তাসনিম পূর্ণী’র উপস্থিত ছিলেন। সেখানে দুর্গাপুরের মেধাবী তরুণ চিকিৎসক ডা. গোলাম মোস্তফা রাব্বী এ ঔষধ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।
সাবিনা আক্তার লাঠিতে ভর করে নুয়ে নুয়ে ঔষধ নিতে আসেন। এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ সৌরভ, পূর্ণী ও স্বর্না জানান, তাদের এই কার্যক্রম চলমান থাকবে।