স্টাফ রিপোর্টার:”কৃষক বাচলে,দেশ বাচবে’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাণী স্বার্থক করতে ও কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশনায় করোনাভাইরাসজনিত বৈশ্বিক মহামারীকালীন সময়ে জাতির এই ক্রান্তিলগ্নে কৃষিশ্রমিকের সংকট নিরসনে কৃষকসমাজের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর কৃষকলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় তারা কৃষকের ধান কেটে-বেধে ঘরে তুলে দিচ্ছেন।
অদ্য ২৩-৪-২০২০বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর চরকালীবাড়ী এলাকার কৃষক মোজাম্মেল হোসেন, মো: ছলিম মিয়া ও মো: নজরুল মিয়ার ২২ শতাংশ জমির ধান ময়মনসিংহ মহানগর কৃষকলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এ.বি.ছিদ্দিক ও সাধারণ সম্পাদক অাবুল হাশেম রায়হানের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ কেটে দেন। এসময় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ মহানগর কৃষক লীগের যুগ্ম-সম্পাদক খোকন তালুকদার, দপ্তর সম্পাদক সোহেল রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল আলম খান আখি, ৩৩নং ওয়ার্ড সভাপতি মো: মিজানুর রহমান, মহানগর কৃষক লীগের গবেষণা বিষয়ক সম্পাদক শফিক মিয়াসহ নেতা-কর্মীরাও এই স্বেচ্ছায় ধান কাটা ককর্মসূচীতে অংশগ্রহণ করেন।
উপকারভোগী কৃষকেরা বলেন, জমিতে ধান পেকে গেলেও আমরা শ্রমিক সংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। এমন সময় ময়মনসিংহ মহানগর কৃষক লীগের নেতা-কর্মীরা এসে আমাদের ধান কেটে দিচ্ছে,এজন্য আমাদের অনেক খরচ বেচে যাচ্ছে এবং স্বল্প সময়ে ধান ঘরে তুলতে পারছি।তাই বিপদের বন্ধু ময়মনসিংহ মহানগর কৃষকলীগের প্রতি অামরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের জন্য রাজনীতি করেন। আমরা প্রথম পর্যায়ে ময়মনসিংহ নগরীর চরকালীবাড়ী এলাকার কৃষক মোজাম্মেল হোসেন, মো: ছলিম মিয়া, মো: নজরুল মিয়ার প্রায় ২২ শতাংশ জমির ধান কেটে দিয়েছি। এতে করে কৃষকদের অনেক উপকার হচ্ছে। আমাদের এই স্বেচ্ছাসেেবী কার্যক্রম চলমান ও অব্যাহত থাকবে।