পূর্বময় ডেস্কঃ
সরকারি সহায়তা প্রদানের জন্য কর্মহীন ও সংকটগ্রস্ত ৬৩৫৭ জন শ্রমিকের তালিকা প্রদান করেছে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি, ময়মনসিংহ। মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত “ঘরে থাকুন, নিরাপদে থাকুন” কর্মসূচীর কারণে কর্মহীন হয়ে পড়া অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদেরকে সরকার প্রদত্ত আর্থিক/খাদ্য সহায়তায় অন্তর্ভুক্তির জন্য ২২ এপ্রিল-২০, ময়মনসিংহ জেলার ১৫ টি শ্রমিক সেক্টরের সবচেয়ে সংকটগ্রস্ত ৬৩৫৭ জন শ্রমিকের তালিকা (আংশিক) জেলা প্রশাসক, ময়মনসিংহ এর কাছে দাখিল করা হয়। গত ১৬ এপ্রিল ২০২০ তারিখে অনুষ্ঠিত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক আঞ্চলিক শ্রম দপ্তরের উপ- পরিচালক এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি, ময়মনসিংহ-এর আহবায়ক জনাব মোঃ শহীদুজ্জামান এর মাধ্যমে তালিকাটি জেলা প্রশাসক মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়। তালিকার মধ্যে হোটেল , নির্মাণ, রং মিস্ত্রি, মটর যান মেকানিক্স, দর্জি, হাসাপাতাল- ক্লিনিক, বৈদ্যুতিক লাইন নির্মাণ, স’ মিল, সিএনজি, ভ্যান চালক, পাদুকা, মটর সাইকেল মেকানিকসহ ১৫ টি সেক্টরের শ্রমিকদের আংশিক তালিকা অন্তর্ভুক্ত হয়।
তালিকা প্রস্তুুতে সহায়তা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, ময়মনসিংহের সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ অঞ্চলের শ্রম সম্পর্কিত আঞ্চলিক ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য জনাব তফাজ্জল হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। তালিকা প্রদানের নথিতে সদয় জ্ঞাতার্থে অনুলিপি প্রদান করা হয় ময়মনসিংহ জেলার ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চেয়ারম্যান ( সচিব) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে।
উল্লেখ্য যে, করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে শ্রম পরিস্থিতি মোকাবেলায় গত ১২ এপ্রিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেশের বিভিন্ন অঞ্চলে শ্রম দপ্তর, কলকারখানা অধিদপ্তর ও শ্রমিক- মালিক প্রতিনিধিদের নিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করে। ময়মনসিংহ আঞ্চলিক শ্রমদপ্তরের উপপরিচালক মোঃ শহীদুজ্জামানকে আহবায়ক, কলকারখানা অধিদপ্তর ময়মনসিংহের উপ- মহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষকে সদস্য সচিব এবং মালিক প্রতিনিধি ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম, বাদশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাদশা মিয়া ও শ্রমিক প্রতিনিধি জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহের সভাপতি আফতাব উদ্দিন এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন সহ ১০ জনকে নিয়ে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার আঞ্চলিক ক্রাইসিস কমিটি গঠন করা হয়।