পূর্বময় ডেস্কঃ ময়মনসিংহ দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক রবীন্দ্রনাথ পাল তার ফেসবুকে এবং দৈনিক পূর্বময়.কম একটি অনলাইন পত্রিকায় হতদরিদ্র অসহায় পরিবারটি ত্রাণ সামগ্রীর জন্য, প্রতিবন্ধী শরীফ ও তার মা মল্লিকাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন।
এক ঘন্টার মধ্যে জেলা পুলিশ সুপার অাহমারউজ্জামান পিপিএম-(সেবা) বিষয়টি দ্রুত তদন্ত করেন।
এর সত্যতা পেয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহ কামাল অাকন্দ, পিপিএম (বার) কে সহযোগিতার জন্য নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক (ডিবি) পুলিশের একটি টিম প্রতিবন্ধী শরীফ ও তার মা মল্লিকাকে ১০ দিনের চাল, তেল, ডাল, পেঁয়াজ, লবন, অালু পৌঁছে দেন।
এছাড়াও ব্রাহ্মপল্লীর বিশ্বনাথ ঘোষ বিশু চা বিক্রেতা কাচারি ঘাট এর অসহায়ত্বের কথা জেনে তাকে ও ১০ দিনের খাবার পৌঁছে দেন।