কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাড়ির পিছনে জাম গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলানো ৭২ বছরের বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহ উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত মকতুল হোসেনের ছেলে আবুল আয়েছ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধ দীর্ঘদিন যাবৎ গ্যাষ্টিক আলসার ও বার্ধক্যজনিত রোগে ভোছিলেন। এতে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বুধবার ভোরে নিহতের বাড়ির পিছনে জাম গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলানো অবস্থা দেখে পরিবারের লোকজন। পরে পুলিশকে অবহিত করলে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আটপাড়া থানার ওসি তদন্ত খোকন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।