মোঃ নজরুল ইসলামঃ
বিশ্ব আজ এক মহামারী মরনব্যধি করোনা ভাইরাস নামক ভয়াবহতার ক্রান্তিকাল অতিক্রম করেছে। ঠিক এই মুহূর্তে করোনা প্রতিরোধ ও মোকাবেলায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় ধলামুলগাওঁ ইউনিয়নে, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহামদ হোসেনের নির্দেশনায় পূর্বধলা উপজেলা পরিষদের টানা দ্বিতীয় বারের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের নেতৃত্বে,ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ আঃ রাজ্জাকের উপস্থিতিতে আজ ২১-৪-২০২০মঙ্গলবার ধলামুলগাওঁ ইউনিয়নের বাড়িয়ল ঈদগাহ্ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মিদের নিয়ে দুঃস্থ অসহায় ও গরীবদের মাঝে সাহায্যার্থে সামাজিক দুরত্ব বজায় রেখে নেতা কর্মিদের সম্মতিক্রমে ৯০,০০০ হাজার টাকার তহবিল গঠন করেন। তহবিলের টাকার পরিমান আরও বাড়ানোর জন্য নেতা কর্মিদের আহ্বান জানান জাহিদুল ইসলাম সুজন।সুজন তার বক্তব্যে আর ও বলেন করোনা ভাইরাস বিশ্বকে থমকে দিয়েছে, করোনা পরিস্থিতি মোকাবেলা করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় তাই আমাদের যার যার অবস্থান থেকে ধনাঢ্য ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।