কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
এ বছর চলতি বোরো মৌসুমে মণ প্রতি ১ হাজার ৪০ টাকা দরে সারাদেশ থেকে ৮ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। নেত্রকোনায় হাওরে ধান কাটা পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
মঙ্গলবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে ধান কাটা পরিদর্শন করতে আসেন কৃষি মন্ত্রী। এ সময় কৃষকদের সাথে ধানের বাম্পার ফলন ও দর নিয়ে আলোচনা করেন। পরে বর্তমান দুর্যোগের মাঝেও বিভিন্ন স্থান থেকে ধান কাটতে আসা শ্রমিকদের মাঝে কৃষি মন্ত্রণালয়ের বৈশাখী ভাতার অর্থ থেকে লুঙ্গি, গামছা সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করেন মন্ত্রী।
হাওর পরিদর্শনকালে সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো.আব্দুল মুঈদ ও জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ।