কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনায় চারজন নতুন সহ গত ১০ দিনে মোট ৩৩ জন কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন। নতুন চারজনের মধ্যে পুর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আজহারুল ইসলাম ও ডা. ধ্রুব সাহা রায় দুজন চিকিৎসক কোভিড ১৯ শনাক্ত হয়েছেন। বাকী দুজন মোহনগঞ্জ উপজেলার সমাজ গ্রামের ২৮ বছরের নারী ও ২০ বছর বয়সি পুরুষ। তারা দুজনে গত ১২ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে আসেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনা সিভিল সার্জন ফেইসবুক থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. হাবিবুর রহমান চিকিৎসক দুজনের নাম নিশ্চিত করে জানান গত দুইদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। ইতিপূর্বে পূর্বধলা উপজেলায় আর কোন রোগী শনাক্ত হয়নি।
এই নিয়ে গত ১০ দিনে নেত্রকোনা জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৩ জন। নমুনা পাঠানো হয়েছিল ৬৪৫ জনের। সিভিল সার্জন ফেইসবুক পেইজ থেকে পাওয়া তথ্যে আরো জানা যায় ১০০৬ জনকে হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছিলো। তাদের মধ্য থেকে ৭৭৮ জনের কোয়ারেনটাইন শেষ হয়েছে। বাকি আছে ২২৮ জনের।
করোনা শনাক্তদের মাঝে রয়েছে বারহাট্টা উপজেলায় ১১ জন, নেত্রকোনা সদরে ৪ জন, খালিয়াজুরীতে ৪ জন, কেন্দুয়ায় ২ জন, মোহনগঞ্জে ৪ জন, কলমাকান্দায় ৩ জন, আটপাড়ায় ২ জন, মদনে ১ জন ও পূর্বধলা উপজেলায় ২ জন চিকিৎসক। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে।