স্টাফ রিপোর্টারঃ
করোনা পরিস্থিতি মোকাবেলায় হালুয়াঘাটে এপর্যন্ত ৯৫ মে টন চাল এবং ২ লক্ষ ১৫ হাজার টাকা বরাদ্দ
———————————————————————-
আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে নিবার্হী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন । প্রেস ব্রিফিং কালে নিবার্হী কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় এ পর্যন্ত ৯৫ মেট্রিক টন চাল ও নগদ দুই লাখ ১৫ হাজার টাকার বরাদ্দ এসেছে। ইতিমধ্যে বরাদ্দকৃত টাকা হালুয়াঘাটের ১২টি ইউনিয়ন এবং ১টি পৌর সভায় বন্টন করে দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে সাত মেট্রিকটন ও পৌরসভার জন্য ১১ মেট্রিকটন। বরাদ্দকৃত বেশিরভাগই ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সাধারণ ও দরিদ্র জণগোষ্ঠীর মধ্যে বণ্টন করা হয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই বাকি বরাদ্দ বিতরণ করা হবে । এক প্রশ্নের উত্তরে নির্বাহী কর্মকর্তা বলেন, হালুয়াঘাটে পর্যন্ত দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর জন্য আমাদের উপর চাপ বেশি রয়েছে। ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সকলেই কঠোরভাবে সাধারণ জনগণকে ঘরে থাকার নির্দেশ দিচ্ছি । জনগণ সরকারি নির্দেশ অমান্য করলে প্রয়োজনে প্রশাসন আরো কঠোর হবে এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন । আরেক প্রশ্নের জবাবে নিবার্হী কর্মকর্তা বলেন, ইতিমধ্যে আক্রান্ত দুজন রোগীর সার্বক্ষণিক খোঁজখবর আমরা নিচ্ছি তাদেরকে সবধরনের সহযোগিতাও করছি। একজনকে আইসোলেশন এবং অপর জনকে ১৪দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, দুজনই এখন পর্যন্ত ভাল আছে । তিনি আরো বলেন, হালুয়াঘাটে বরাদ্দকৃত টিসিবির পণ্য সহজেই সাধারণ জনগণ যাতে পায় এর জন্য আমরা তদারকি করব। টিসিবির বরাদ্দকৃত পণ্য কোন ডিলার যাতে যাতে কালোবাজারে বিক্রি করতে না পারে সে দিকেও আমরা নজর রাখব। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার( ভূমি) তানভীর আহমেদ, অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার মুনীর আহমেদ, সমবায় কর্মকর্তা সৈয়দ কামরুল হুদা, সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । প্রেস ব্রিফিংয়ের কয়েকটি স্থিরচিত্র।