কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
দেশের ৬ টি জেলার সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগ হয়েছিল তার মধ্যে নেত্রকোনা জেলাটিও। সোমবার সকালে ১১টার পর প্রায় আড়াই ঘন্টাব্যাপী জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এসময় জেলার হাওরাঞ্চলের ধান কাটাসহ এ পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ে সার্বিক চিত্র তুলে ধরেন কনফারেন্সের সমন্বয়ক জেলা প্রশাসক মঈনউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা ১ (দূর্গাপুর-কলমাকান্দা) ও নেত্রকোনা ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য এবং সিভিল সার্জন, পুলিশ সুপার, পৌর মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, ১০ এপ্রিল প্রথম জেলায় করোনা রোগী শনাক্ত হয়। ১৮ এপ্রিল পর্যন্ত মোট ২৪ জন আক্রান্ত হন। তাদের মধ্যে হাসপাতালের একজন স্টাফ নার্সসহ মোট পাঁচজন বিভিন্ন পদের কর্মচারী। বাকী আক্রান্তরা জেলার বাইরে থেকে আসা। এসময় তিনি বলেন জেলার হাওলাঞ্চলে এ বছর ৪১ হাজার হেক্টর জমিতে বোরোর বাম্পার ফলন হয়েছে। এপর্যন্ত ২৫ ভাগ অর্থাৎ প্রায় ১০ হাজার হেক্টরের বেশি কর্তন করে কৃষক ধান ঘরে তুলেছেন। যা সাড়ে পাঁচ থেকে ছয় মেট্রিকটন ফলন হয়েছে। কৃষকরা ৭০০ টাকা মণ দরে ধান বিক্রি করে খুশি রযেছেন বলেও জানান।
পরে প্রধানমন্ত্রী জেলার সার্বিক তথ্য জেনে দেশজুরে ৫০ লক্ষ কার্ড বিতরণ করা হবে জানিয়ে কার্ড প্রদানে স্বচ্ছ তালিকা তৈরী সহ আর করোনা আক্রান্ত না ছড়ায় এবং সকলকে নিয়ম শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেন। পাশাপাশি রমাজানে ভোগ্যপন্য পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা দিয়েছেন বলে জানান জেলা প্রশাসক।