কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
করোনা ভাইরাসের প্রভাবে উদ্ভুত পরিস্থিতিতে নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের দিগদাইর গ্রামের দেড় শতাধিক শ্রমজীবি ও নিম্নআয়ের মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিলের পক্ষে অধ্যাপক অপু উকিল প্রদত্ত এসব খাদ্য সহায়তা বিতরণ করেন কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূইয়া।
এ সময় আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল ফারুক ছানা, আলী আহম্মদ ভুইয়া, আজিজুল হক ভূইয়া, আব্দুস সালাম, কৃষকলীগ নেতা গোলাপ ভূইয়া, যুবলীগ নেতা রফিউল ইসলাম, বাবুল, আনোয়ার ও ছাত্রলীগ নেতা গালিব হাসান ইমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কেন্দুয়া আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূইয়ার সাথে কথা হলে তিনি জানান, করোনা ভাইরাসের কারণে শ্রমজীবি ও নিম্নআয়ের মানুষজন গৃহবন্দি এবং কর্মহীন হয়ে পড়েছেন। তাই তাদের পরিবারের খাদ্য সংকট নিরসনের লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল খাদ্য সহায়তা প্রদান করে আসছেন। এরই ধারাবাহিকতায় আমরা এমপির সহধর্মিনী অধ্যাপক অপু উকিল প্রদত্ত খাদ্য সহায়তা পৌর শহরের দিগদাইর গ্রামের দেড় শতাধিক পরিবারে পৌছে দিয়েছি।