শিমুল শাখাওয়াতঃ
দুনিয়া কাঁপানো করোনা ভাইরাসের কারণে আজ গোটা বিশ্বের প্রতিটি মানুষ আতংকিত। বন্ধ হয়ে গেছে মানুষের দৈনন্দিন জীবনের চাকা। প্রায় দেড় লক্ষের ও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। বিশ্ব জুড়ে সেই সাথে ২০ লক্ষেরও বেশি লোক এই রোগে আক্রান্ত। বাংলাদেশের লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা।
চলতি বছরের ২৬ মার্চ থেকে বাংলাদেশে সমগ্র জায়গায় চলছে লক ডাউন। ছোট্ট দেশ জনসংখ্যা অধিক বেশির ভাগ মানুষই খেটে খাওয়া। এই ভাইরাসের কারণে ইতোমধ্যেই বাংলাদেশে বাড়তে শুরু করেছে অভাবি মানুষের সংখ্যা। মধ্যবিত্তরা পড়েছেন চরম বেকায়দায়, কারও কাছে কিছু বলতে পারেনা ঘরে বসে কাঁদে নিরবে।
সেই সকল মানুষের কষ্টে যাদের বুক ফাঁটে তো মুখ ফোঁটে না- তাদের পাশেই এবার দাড়িয়েছেন ময়মনসিংহ মুসলিম গালর্স কলেজের অধ্যাপক দিলরুবা হাবিব শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি মোঃ ওসমান গনি সুমন। অনেক মধ্যবিত্ত পরিবার ত্রাণ সামগ্রী নেওয়ার সময় ছবি তুললে অনিহা প্রকাশ করেন আর এ বিষয়টি চিন্তা করেই, ইতোমধ্যেই তারা সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে মধ্যেবিত্ত পরিবারের তিনশতাধিক মানুষের মাঝে চাল-ডাল-তেল-আলু-সাবান পৌছে দেন কোন ফটো সেশন ছাড়াই।
তার ব্যক্তিগত এই উদ্যেগ অব্যহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেই সাথে তিনি দেশ প্রেমিক ও বিত্তশীলদের এই মহাদুর্যোগে যার যার অবস্থান থেকে অসহায়-গরীব মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান। তাহলেই ১৯৭১ এর মুক্তিযুদ্ধের বীর সৈনিকদের মর্যাদায় ২০২০ এ আরও একটি যুদ্ধে আমরা জয়ী হতে পারবো।
আর কষ্টের পরেই আছে এক অনাবিল শান্তি, ক্ষনিকের জন্য কষ্ট আল্লাহর রহমত, একটি মসিবতের পিছনে আসে দশটি রহমত আল্লাহর দয়াতেই। তাই সকলে হিংসা-অহংকার ভূলে করোনা যুদ্ধে দুরত্ব বজায় রেখে সরকারি নির্দেশ মতে প্রতিটি মানুষের চলাই হলো প্রকৃত দেশ প্রেমিকের পরিচয়।