ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি বাড়ির মালিকদের নমনীয় হওয়ার আহবান
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় সকল বাড়ির মালিকদের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সাথে সহানুভূতিশীল হয়ে মানবিক আচরণ করার আহবান জানানো হয়েছে। ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা দেশের এই মহামারীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অনেক বাড়ির মালিকগণ সংক্রমণ হওয়ার ভয়ে বাসা ছাড়ার জন্য নোটিশ প্রদান করছেন এবং মানসিকভাবে চাপ প্রয়োগ করছেন। বাড়ির মালিকগণ যাতে এমন আচরণ না করেন সেজন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ হতে নিষেধ করা হয়। যারা এটা মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব স্বাক্ষরিত মসিক/জনসংযোগ শাখা/২০২০-১ প্রেস বিজ্ঞপ্তি, তাং- ১৭/০৪/২০২০ নং স্মারকে এ আহবান জানানো হয়।