স্টাফ রিপোর্টারঃ
করোনার কারনে পত্রিকা বিলি কমে যাওয়ায় ও টেইলার্স কারিগরের কাজ না থাকায় ময়মনসিংহ প্রেসকাবের সহযোগিতায় বুধবার বিকেলে নগরীর বিপিন পার্কে অসহায় দু’শ জনের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য সামগ্রী প্রদান করেছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
এসময় ময়মনসিংহ প্রেসকাবের সাধারণ সম্পাদক অমিত রায়, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, সিটি প্রেসক্লাবের সভাপতি এম আইয়ুব আলী, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সাংবাদিক রবীন্দ্রনাথ পাল ও নিয়ামুল কবীর সজল, চেম্বার সহ-সভাপতি শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একই দিনে অটো-সিএনজি শ্রমিক, দিনমজুর ও হতদরিদ্রসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের হাতে আরো ৩ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী তুলে দেন সিটি মেয়র।