পূর্বময় ডেস্কঃ
মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এনজিওগুলো করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করছে, বিএনএনআরসির আয়োজনে বাংলাদেশের কমিউনিটি রেডিওগুলোকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক( অতিরিক্ত সচিব) কে এম আব্দুস সালাম এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের মহাসংকট করোনা ভাইরাস এর সংক্রমণ শুরু হবার সাথে সাথে এনজিও বিষয়ক ব্যুরো একটি প্রস্তুুতিমূলক ব্যবস্থা গ্রহণ করে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মাননীয় মন্ত্রী পরিষদ সচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে পরামর্শ করে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, প্রথম এনজিওগুলো জনগণের মাঝে সচেতনতা সষ্টির জন্য লিফলেট বিতরণ, মাইকিং করা, হাত পরিস্কার করার বিষয়ে সচেতন করেছে এবং স্যানিটাইজার বিতরণ করেছে। এনজিওগুলো এখন কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ করছে। পাশাপাশি যে সমস্ত এনজিও স্বাস্থ্য নিয়ে কাজ করে তারা সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী কাজ করছে। এভাবে এনজিওগুলো বিভিন্নমুখী কাজ করছে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসনসহ অন্যান্য বিভাগের সাথ সম্বনয় করে যাচ্ছেন ও মত বিনিময় করছেন। আমরা এনজিওদের মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসন বিশেষ করে জেলা ও উপজেলা প্রশাসনের সাথ সুষ্ঠু সমন্বয় করে ত্রাণ বিতরণের জন্য আহবান জানিয়েছি। এনজিওদের ত্রাণ বিতরণের তালিকা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দেখিয়ে ত্রাণ বিতরণ করার জন্য বলা হয়ছে। ত্রাণ বিতরণের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার জন্য বলা হয়ছে এর মধ্য কোন দূর্নীতির অভিযোগ পেলে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।
জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণের জন্য পরামর্শ দেয়া হয়েছে এবং এনজিও বিষয়ক ব্যুরোর পক্ষ থক পুরো বিষয় মনিটরিং করা হচ্ছে । এনজিওগুলো জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে। আমরা নিয়মিত ডিসি এবং ইউএনওদের সাথে ফলোআপ করছি।
এনজিও বিষয়ক ব্যুরো বন্ধ চলাকালীন সময় ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে, মহাপরিচালক এই কমিটির আহবায়ক। এই কমিটি এ পর্যায়ে অনলাইনে ৪৬ কোটি টাকার প্রকল্প জরুরিভাবে ছেড়ে দিয়েছে।
সকল এনজিওগুলো জানে যে করোনা একটি বিশ্ব সংকট এই মোকাবেলায় সরকারের পাশাপাশি এনজিওগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এনজিওগুলো যে কোন জরুরি পরিস্থিতিতে সরকারের পাশে থেকে কাজ করছে। আমরা আশা করবো দাতাদের সাথে পরামর্শ করে এনজিওগুলো এই বিশ্বসংকট মোকাবেলায় সরকারের সাথ পার্টনারশীপ গড়ে তুলব। একটি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে এই ত্রাণগুলা বিতরণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করন।