স্টাফ রিপোর্টারঃ
গত রাত ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত RAB 14 এর সিইও লেঃকর্নেল এফতেখার উদ্দিনের নেতৃত্বে নগরের ৮ নং ওয়ার্ডের থানাঘাট বস্তিতে দরিদ্র, দিনমজুর, অসহায় বিধবা,কর্মহীন মানুষের মাঝে ৭/১০দিনের ত্রান সামগ্রী বিতরন করেন।
ত্রান বিতরন কালে RAB-14. লেঃকর্নেল ইফতেখার উদ্দিন বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন আপনারা কেমন আছেন তা জানতে। উনি আপনারদের ঘরে থাকতে অনুরোধ করেছেন। আমি দুহাত জোর করে মিনতি করছি। আপনারা ঘর থেকে বের হবেন না। আপনাদের ১০ দিনের ডাল ভাতের ব্যবস্থা হবে। আমরা আবার ১০ দিন পর এসে আপনারদের খাবার দিয়ে যাবো। এই কদিন আপনারা ঘরে থাকলে করোনা আমাদের তেমন ক্ষতি করতে পারবে না। আমাদের করজোরে মিনতি থাকবে,আপনারা ঘরে থাকবেন,আমরা আপনাদের পাশে থাকবো। মনে রাখবেন করোনা সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়ছে, তা থেকে আমাদের বাঁচতে হলে যত কষ্টই হোক ঘরে থাকতে হবে। আমার লোকজন আপনাদের খবর রাখবে। ভয়ের কোন কারন নেই – মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন,আমরাও উনার সহযোদ্ধা হয়ে আপনাদের পাশে আছি। কেউ না খেয়ে থাকবেন না।
পরে তিনি বস্তির ঘরে ঘরে ময়মনসিংহ র্র্যাব ১৪ এর নিজস্ব অর্থায়নে ৩০০ পরিবারের মাঝে ১০ দিন চলার মত খাবার বিতরন করেন। এ সময় তার সাথে মেজর শিবলী, সিনিয়র এএসপি তৌফিক, হাফিজ, জসিম, এএসপি জুনায়েদ, স্থানীয় সেচ্ছাসেবক সহ র্র্যাব এর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।