কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সরকারি ২৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে স্থানীয়দের সহায়তায় সরকারি চাল উদ্ধার করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম। এ সময় একটি রাইস মিলের গুদাম থেকে ১৫ বস্তা, এক ব্যক্তির বাড়ি থেকে ৮ বস্তা চাল উদ্ধার করে। এর আগে স্থানীয়রা দুটি মোটর সাইকেল আটক করে ৪ বস্তা চাল উদ্ধার করে। উদ্ধার হওয়া ২৭ বস্তা চাল হুগলা ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম আকন্দের জিম্মায় রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিল মলিক সহ সংশ্লিষ্ট সকলে পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে দুটি মোটর সাইকেল করে দরিদ্রদের সহায়তার ৪ বস্তা চাল নিয়ে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা থেকে নিয়ে আসছিল। পূর্বধলার হুগলা বাজারের চৌরাস্তায় মুক্তিযোদ্ধা আ. মজিদ সহ স্থানীয় জনতার সন্দেহ হলে মোটরসাইকেল দুটি আটক করে। পরে মোটর সাইকেল রেখে চালক দুজন পালিয়ে যায়। বিষয়টি ইউএনওকে জানালে তিনি পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হন।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে হুগলা বাজারের আতিকুল সরকারের ‘সরকার ট্রেডার্স’ নামক রাইস মিল থেকে ১৫ বস্তা চাল ও জামকোনা গ্রামের শহর আলী ছেলে কাশেমে বাড়ি থেকে ৮ বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনার কাউকে আটক করা যায়নি। তবে দুপুরের দিকে ঝড়ো হাওয়া শুরু হলে উদ্ধারকৃত চালের বস্তা হুগলা ইউনিয়নের চেয়াম্যানের জিম্মায় রাখা হয়েছে।
এ ব্যাপারে পূর্বধলার ইউএনও উম্মে কুলসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।