কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৭ জন ও খালিয়াজুড়ি জগন্নাথপুর গ্রামে ২৫ বছর বয়সী ১জন পুরুষ কোভিড ১৯ সনাক্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা সবাই নারায়ণগঞ্জ ফেরত।
ফেইজবুক পেইজ থেকে জানা যায়, বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নে দেওপুর গ্রামের ৫ জন ও একই ইউনিয়নের চানপুর গ্রামের একজন এবং আছমা গ্রামে একজন কোভিড-১৯ সনাক্ত হয়েছে। ৩৬টি পরীক্ষিত নমুনা থেকে ৮ জনের রেজাল্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে চারজন মহিলা ও চারজন পুরুষ সহ মোট ৮ জন। সনাক্তকৃতদের বয়স মহিলাদের যথাক্রমে ২৫, ৩৬, ১৮, ৩০ ও পুরুষ ৩০, ৪৮,৯০,২৫।
এই নিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত নেত্রকোনা জেলায় মোট কোভিড-১৯ সনাক্ত হয়েছে ১৩ জন। জেলার আক্রান্তকৃত উপজেলা হচ্ছে খালিয়াজুরী, মোহনগঞ্জ ও সদর উপজেলা সহ নতুন করে বারহাট্টা উপজেলা সংযুক্ত হলো।