স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলায় করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ রোধে জিআর খাদ্যশস্য (চাল) মোট ৭১৪.৮৬ মে.টন, মোট নগদ ১৮,৮৫,০০০ /-(আঠারো লক্ষ পঁচাশি হাজার) টাকা এবং মোট শিশুখাদ্য ক্রয়ের জন্য ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাদ্যশস্য (চাল) ৭২ মে. টন, ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা, হালুয়াঘাট উপজেলায় খাদ্যশস্য (চাল) ৪৯ মে. টন, ১,৩৯,০০০/-(এক লক্ষ ঊনচল্লিশ হাজার) টাকা,শিশু খাদ্য ক্রয়ের জন্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা, ধোবাউড়া উপজেলায় খাদ্যশস্য (চাল) ৩২ মে. টন, ১,২৯,০০০/-(এক লক্ষ ঊনত্রিশ হাজার) টাকা,শিশু খাদ্য ক্রয়ের জন্য ১২,০০০/-(বারো হাজার) টাকা, ফুলপুর উপজেলায় খাদ্যশস্য (চাল) ৪১ মে. টন, নগদ টাকা ১,৩৫,০০০/-(এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা,শিশু খাদ্য ক্রয়ের জন্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা, তারাকান্দা উপজেলায় খাদ্যশস্য (চাল) ৪১ মে. টন, নগদ টাকা ১,৩৫,০০০/-(এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা,শিশু খাদ্য ক্রয়ের জন্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা, গৌরীপুর উপজেলায় খাদ্যশস্য (চাল) ৪১ মে. টন, নগদ টাকা ১,৩৫,০০০/-(এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা,শিশু খাদ্য ক্রয়ের জন্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা, ময়মনসিংহ সদর উপজেলায় খাদ্যশস্য (চাল) ৪৬ মে. টন, নগদ টাকা ১,৩৭,০০০/-(এক লক্ষ সাঁইত্রিশ হাজার) টাকা,শিশু খাদ্য ক্রয়ের জন্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা, মুক্তাগাছা উপজেলায় খাদ্যশস্য (চাল) ৪১ মে. টন, নগদ টাকা ১,৩৫,০০০/-(এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা,শিশু খাদ্য ক্রয়ের জন্য ২২,০০০/-(বাইশ হাজার) টাকা, ফুলবাড়িয়া উপজেলায় খাদ্যশস্য (চাল) ৫৫ মে. টন, নগদ টাকা ১,৪১,০০০/-(এক লক্ষ একচল্লিশ হাজার) টাকা,শিশু খাদ্য ক্রয়ের জন্য ২৩,০০০/-( তেইশ হাজার) টাকা, ত্রিশাল উপজেলায় খাদ্যশস্য (চাল) ৪৯ মে. টন, নগদ টাকা ১,৩৯,০০০/-(এক লক্ষ ঊনচল্লিশ হাজার) টাকা,শিশু খাদ্য ক্রয়ের জন্য ২২,০০০/-(বাইশ হাজার) টাকা, ঈশ্বরগঞ্জ উপজেলায় খাদ্যশস্য (চাল) ৪৫ মে. টন, নগদ টাকা ১,৩৭,০০০/-(এক লক্ষ সাঁইত্রিশ হাজার) টাকা,শিশু খাদ্য ক্রয়ের জন্য ২১,০০০/-(একুশ হাজার) টাকা, নান্দাইল উপজেলায় খাদ্যশস্য (চাল) ৫৩ মে. টন, নগদ টাকা ১,৪১,০০০/-(এক লক্ষ একচল্লিশ হাজার) টাকা,শিশু খাদ্য ক্রয়ের জন্য ২২,০০০/-(বাইশ হাজার) টাকা, গফরগাঁও উপজেলায় খাদ্যশস্য (চাল) ৬১ মে. টন, নগদ টাকা ১,৪৫,০০০/-(এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা, শিশু খাদ্য ক্রয়ের জন্য ২৩,০০০/-(তেইশ হাজার) টাকা, ভালুকা উপজেলায় খাদ্যশস্য (চাল) ৪৫ মে. টন, নগদ টাকা ১,৩৭,০০০/-(এক লক্ষ সাঁইত্রিশ হাজার) টাকা, শিশু খাদ্য ক্রয়ের জন্য ২২,০০০/-(বাইশ হাজার) টাকা।
এছাড়া গফরগাঁও পৌরসভায় ০৪ মে.টন, ত্রিশাল পৌরসভায় ০৪ মে.টন, মুক্তাগাছা পৌরসভায় ০৪ মে.টন, ঈশ্বরগঞ্জ পৌরসভায় ০৪ মে.টন, ভালুকা পৌরসভায় ০৪ মে.টন, ফুলপুর পৌরসভায় ০৪ মে.টন, গৌরীপুর পৌরসভায় ০৪ মে.টন, ফুলবাড়িয়া পৌরসভায় ০৪ মে.টন, নান্দাইল পৌরসভায় ০৪ মে.টন, হালুয়াঘাট পৌরসভায় ০৪ মে.টন, প্রেসক্লাব ১.৩০ মে: টন, ৩২ নং ওয়ার্ড আব্দুল্লাহ ০১ মে.টন, পতিতাপল্লী ১.২৫০ মে.টন, শম্ভুগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চ ০. ৩১০ মে. টন।