কে. এম. সাখাওয়াত হোসেন, (নেত্রকোনা) :
নেত্রকোনায় সদর উপজেলার দুই ইউনিয়নের গাজীপুর ও নরসিংদী ফেরত নারী পুরুষ দুই শ্রমিকের কোভিড ১৯ সনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন লক্ষীগঞ্জ ইউনিয়ন বাজারের পুর্বপাড়ায়।মোঃ বাবুল মিয়া ৩৮ বছরের যুবক। তিনি নরসিংদী মানবিক সাহায্য সংস্থায় কর্মরত ছিলেন। আরেকজন মদনপুর ইউনিয়নের লক্ষিপুর বাজারের পশ্চিমপার্শ্বে তাসলিমা আক্তার (২০) বছর বয়সী এক নারী। তিনি গাজীপুর কোনাবাড়ি তমিজউদদীন গার্মেন্টস এর পোশাক কর্মী।
গত ৯ এপ্রিল তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করলে রবিবার (১২ এপ্রিল) পজেটিভ আসে। এব্যাপারে নেত্রকোনার সিভিল সার্জন সত্যতা নিশ্চিত করে বলেন, আজকেও ৩০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।
এর আগেও গত শুক্রবার আরো দুজন কাভিড ১৯ সনাক্ত হয়েছেন। তাদের একজন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৮ বছর বয়সি সিনিয়র নার্স। অপরজন সদর উপজেলার লক্ষীপুর গ্রামে ঢাকা থেকে কয়েক দিন আগে বাড়িতে আসা ৪৫ বছর বয়সি শ্রমিক। পরে প্রশাসন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওই গ্রাম লকডাউন ঘোষনা করেন।