করোনা এক মুকুটধারী অদৃশ্য হিংস্র দানব
Msb Nazneen Lucky
করোনা এক মুকুটধারী অদৃশ্য হিংস্র দানব
তার আক্রমণে দিশেহারা আজ আমরা মানব।
সাতশো কোটি মানুষ আর পৃথিবীর জীবজন্তু সব
করোনার শিকার বিশ্বময় থমকে গেছে কলরব।
আমরা মানব জাতি ভীরু নই আছি যুদ্ধের ময়দানে
আমরাই করব রাজ পৃথিবীতে করোনাকে পাঠাব নির্বাসনে।
বুকে বল রেখে আছি সম্মুখ সমরে আমরা মুক্তিযোদ্ধা
দূরে দূরে কাছে থেকে গড়ছি করোনাকে প্রতিরোধের একতা।
ডাক্তার নার্স মেডিসিন গবেষক আমাদের প্রধান সৈনিক
প্রশাসন পুলিশ সেনাবাহিনী সাংবাদিক স্বেচ্ছাসেবীও মাঠে আছে দৈনিক।
করোনার বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে বড় কাজ ঘরে থাকা
আর ঘরে ঘরে দুর্গ গড়ে পরিবার পরিজনকে সুরক্ষিত রাখা।
তবেই আমাদের সব ঘর হবে নিরাপদ আমাদের জন্য
অহেতুক বাইরে বেরুলে করোনার আক্রমণে জীবন হবে বিপন্ন।
এই অদৃশ্য হিংস্র দানবের হবে হবে ক্ষয় হবেই পরাজয়
উল্লাসে তখন পৃথিবী উদযাপন করবে আমাদের বিজয়।