আনোয়ার হোসেন রনি, মোহনগঞ্জ, নেত্রকোনা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হচ্ছে। কিন্তু বাজারগুলোতে ভিড় লেগেই রয়েছে, নিরাপদ দূরত্ব মানা হচ্ছে না। ফলে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কেনাকাটা নিশ্চিত করতে বিশাল খোলা মাঠে ব্যতিক্রমী কাঁচাবাজারের আয়োজন করেছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রশাসন।
মোহনগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের উদ্যোগে উপজেলার বিভিন্ন কাঁচাবাজার সরিয়ে নিয়ে মাইলোড়া বিশাল খেলার মাঠে বাজারের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) এ বাজার চালু হয়েছে। সকালে বাজার চলাকালে এ সময় অনেক মানুষকে উৎসাহ নিয়ে কেনাকাটা করতে দেখা গেছে। বাজার করতে আসা স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে তারা এ বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই নিয়েছেন।
মোহনগঞ্জ থানার ওসি মো. আবদুল আহাদ খান সকালে বাজার চলাকালে সাদা পোশাকে তার টিম নিয়ে দোকানিদের পাশাপাশি ক্রেতারাও যেন নিরাপদ দূরত্ব বজায় রাখেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। পাশাপাশি তিনি বাজার দর মনিটনিং করেন।
করোনা মহামারী কেন্দ্রিক গড়েওঠা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক মোহনগঞ্জ’র সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম খোকন বলেন, ’সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই মাঠে এমন একটি বাজার করার প্রস্তাব ‘মানবিক মোহনগঞ্জ’র পক্ষ থেকে করা হয়েছিল। সাধারণ মানুষ আজকের এই বাজার ব্যবস্থাপনাকে সুন্দরভাবে নিয়েছেন। বিষয়টা আশা জাগানীয়া। আমি নিজেও এখান থেকে বাজার করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকার বিকল্প নেই। কিন্তু মানুষের দৈনন্দিন প্রয়োজনে বাজারে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। আর বাজারগুলোতে ভিড়ের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছিল না। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় মাইলোড়া খেলার মাঠে কাঁচাবাজার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, মাইলোড়া খেলার মাঠটি অনেক বড় পর্যাপ্ত জায়গা আছে। ফলে এখানেই কাঁচাবাজার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। দোকানিরা একজন থেকে আরেকজনকে দশ ফুট দূরত্ব বজায় রেখে দোকান বসাতে হবে। ক্রেতারাও নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার সুযোগ পাবেন। মাইকিং করে মাইলোড়া মাঠে বাজার বসানোর এবং এই বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা-কাটার জন্য আহ্বান জানানো হয়েছে।