স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহের দেড় শতাধিক সাংবাদিক পরিবারের অস্বচ্ছল সদস্য এবং প্রেসক্লাব স্টাফ ও কেন্টিনের কর্মহীন শ্রমিকদের মাঝে ১৭ কেজি চাল, ডাল, তেল, আলী, পিয়াজ ও লবনসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে খাদ্য সামগ্রী বিরতণকালে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ও এমইউজে’র সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, সাবেক বিএফইউজে’র নির্বাহী সদস্য,সাবেক জয়েন্ট সেক্রেটারী ময়মনসিংহ প্রেসক্লাব রবীন্দ্র নাথ পাল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশসের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি সদরের ও ফুলপুর তারাকান্দা এলাকায় গরীব ও দুস্থদের মাঝে ব্যাপক ত্রাণ বিতরণ করেন। মন্ত্রী জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন কেউ না খেয়ে থাকবেন না। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। আপনারা ঘরে থাকুন,নিরাপদে থাকুন। অযথা বাইরে ঘুরাঘুরি করবেন না। করোনা আতংকে নিজে সচেতন হোন,অন্যকে সচেতন করুন।