মোহনগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু, হাসপাতালে রেখেই চলে যায় স্বজনরা!

Date:

Share post:

 

কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ঢাকা ফেরত নরউত্তম সরকার (৫৫) নামের এক ব্যাক্তি সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

জানা যায়, নরউত্তম গত কয়েকদিন আগে ঢাকা থেকে ছেলেকে নিয়ে বাড়ি আসেন। এরপর থেকে তার সর্দি-জ্বর দেখা দেয়। শনিবার (১১ এপ্রিল) সকালে শ্বাসকষ্ট হলে দূর সম্পর্কের এক ভাগ্নি সহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে সকাল সাড়ে নয়টার দিকে। পরবর্তীতে ডাক্তার দেখালে সন্দেহ হলে নমুনা সংগ্রহ করেন চিকিৎসক। কিন্তু কিছুক্ষণ পর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সন্নিকটে রেন্টি গাছের নীচে একা পড়ে থাকতে দেখা যায় ওই ব্যাক্তিকে।

পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. নুর মো. শামছুল আলমের নজরে পড়লে ওই ব্যাক্তিকে ডেকে জিজ্ঞেস করে হাসপাতালে নিয়ে রাখেন। পাশাপাশি স্বজনদের খোঁজ করলেও তাদের দেখা পাওয়া যায়নি। পরে ছেলেদের নাম্বার সংগ্রহ করে তাদেরকে আসতে বলেন টিএইচও।

এদিকে বিকাল পাঁচটার দিকে ওই ব্যাক্তি মারা যান। তখনো কেউ না আসায় ডাক্তাররা নিজ উদ্যোগে এম্বুলেন্স করে লাশ বাড়ি পাঠিয়েছেন।

এ ব্যাপারে টিএইচও জানান, একজন মানুষকে ফেলে চলে যাওয়াটা খুবই দুঃখজনক। কারণ ওই ব্যাক্তি করোনায় আক্রান্ত কিনা তা তো প্রমাণ হয়নি। কাজেই আমি ওদেরকে ডেকেও পাইনি। কিন্তু লোকটা রাস্তায় পড়ে থাকতে দেখে আমার খারাপ লাগায় জিজ্ঞেস করলাম উনার লোকজন কোথায়। না পেয়ে নিজের গাড়িতেই করে হাসপাতালে নিয়ে রাখি। অবশেষে যেহেতু মারা গেছেন রেজাল্ট আসলে সাথে যারা এসেছিল তাদের খোঁজে বের করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

বারহাট্টায় ৩০তম বিসিএস এসোসিয়েশন কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার বারহাট্টায় আকস্মিক কংশ নদীর পানি বৃদ্ধি ও অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ ভাসল ২ দিন পর

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আদিবাসী যুবক রুয়েল রিছিল (২৮) এর মৃতদেহ...

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) ঢাকা (রাজধানী) থেকে গ্রেফতার করা...

দুর্গাপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত সোমবার (০৭...