শিমুল শাখাওয়াতঃ
নরসিংদীতে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে খাদ্য অভাবে পরা হিজরা (তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নরসিংদী সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী । শুক্রবার (১০ এপ্রিল) রাতে নরসিংদী শহরের বাসাইল হিজরা বাড়ির মোড়ের আশেপাশের হিজরাদের বাড়িতে বাড়িতে ও শহরের বিভিন্ন মহল্লায় গিয়ে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে এমপি’র প্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
তামান্না নুসরাত বুবলী এমপির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমেই তিনি তার এলাকার স্বেচ্ছাসেবী দের ধন্যবাদ জানিয়ে পূর্বময় ডটকমকে বলেন, করোনার কারণে খাদ্য অভাবে পরা সমাজের প্রতিটি লোককে আমার সামর্থ্য অনুযায়ী উপকার করার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের সমাজে প্রতিবন্ধী ও হিজরা (তৃতীয় লিঙ্গের হিজড়া) দের খবর অনেকে রাখেনা। হিজরাদের তো কোনও কাজ নেই তাদের কেউ কোনও কাজ দিতে চায় না। আমি চেষ্টা করেছি সেসব মানুষের পাশে দাড়াতে। তাদের মাঝে চাল,ডাল,আলু,তেল,পিঁয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী প্রত্যেকটা মানুষের ঘরে পৌছে দিচ্ছেন ।
এছাড়াও আমার স্বেচ্ছাসেবীরা আমার এলাকার প্রত্যেকটা রাস্তায় জীবাণুনাশক স্প্রে মারছেন।
তিনি আরো বলেন,দেশের এই ক্রান্তিলগ্নে সকলের উচিত করোনা মোকাবিলায় সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলা,অপ্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়া। আমি সার্বক্ষণিক খোজখবর নিচ্ছি আর আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে হটলাইন চালু করে দেওয়া হয়েছে ফোন দিলেই খাবার পৌছে যাবে ঘরে ঘরে।
আর আমার ব্যক্তিগত নাম্বার ও সবসময় খোলা থাকে যে কোন সমস্যায় আমার এলাকার জনগন আমাকে ফোন দিলে আমি সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করি।
করোনা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, করোনা হচ্ছে একটা অদেখা ভাইরাস এর থেকে আমাদের বেঁচে থাকতে হলে ঘরে থাকতে হবে, আড্ডা দেওয়া যাবে না। আমরা যদি নিজে সচেতন হই ও অন্যকে সচেতন করি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলি তাহলে নিশ্চয়ই আমরা করোনা মোকাবেলা ও প্রতিরোধ করতে পারবো ইনশাআল্লাহ্।