কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
করোনা ভাইরাসের প্রার্দুভাব রুখতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে পার্সনাল প্রোটেক্টশান ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের এমপি অসীম কুমার উকিল। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া এলাকার উকিল বাড়িতে চিকিৎসকদের হাতে এসব পিপিই তুলে দেন এমপি। এ সময় তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও প্রদান করা হয়।
এতে এমপি অসীম কুমার উকিলের সহধর্মিনী বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আসাদুল হক ভূইয়া, রোয়াইলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরুল আলম, আওয়ামী লীগ নেতা দীপক ব্যানার্জী, তাজুল ইসলাম তাজু, উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বিপুলসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিব আহসান জানান, এমপি মহোদয় হাসপাতালের চিকিৎসকদের কিছু পিপিই দিয়েছেন এবং প্রয়োজনে আরো দিবেন বলেছেন।
এ নিয়ে এমপি পত্নি অধ্যাপক অপু উকিল বলেন, এমপি অসীম কুমার উকিলের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা প্রশাসন, থানা পুলিশ সহ করোনা প্রতিরোধে মাঠ পর্যায়ে যারা সার্বক্ষণিকভাবে কাজ করছেন তাদের মধ্যে পিপিইও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এছাড়া এমপির পক্ষে এলাকার কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বলেও তিনি জানান।