কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে মউ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্র এলাকায় অবস্থানরত অতিদরিদ্র ও গৃহবন্দি মানুষের ঘরে ৮০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরন করেছেন ওই এলাকার সমাজসেবক এমদাদুল হক আলম সরকার। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮ টার দিকে তার ব্যক্তিগত উদ্দ্যোগে এ বিতরন কার্যক্রম শুরু হয়।
সেচ্ছাসেবকদের সহায়তা নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে, সকলকে নিজ নিজ ঘরে অবস্থানের আহবান জানিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট (চাউল, ডাল, লবন, মুড়ি, ও সাবান) সকলের হাতে হাতে পৌঁছে দেন। এ সময় অন্যদের মধ্যে স্থানীয় ঈমাম মতিউর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা, ছাত্রলীগ নেতা শামসুল হক সানি, সহকারি শিক্ষক ফজলুল হক, প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাজ সেবক এমদাদুল হক আলম সরকার বলেন, অত্র ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরন করা হবে। উপস্থিত লোকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল, নিজের সুরক্ষা নিশ্চিতকরণ এবং সরকারি বিধিনিষেধ গুলো মেনে সরকারী কাজে সহায়তা করতে সকলকে আহবান জানান। সেই সাথে দেশে এই ক্রান্তিলগ্নে সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানান।