কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বাড়ির সামনে খেলতে গিয়ে ট্রলি চাপায় তিন বছরের শিশু নিহত হয়েছে।
শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে। নিহত শিশু আসোয়াদ মিয়া (০৩) উপজেলার কৃষ্ণপুর নামাহাটি গ্রামের জামাল মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ ট্রলি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের ট্রলি চালক জাহাঙ্গীর সকালে ইট নিয়ে জামাল মিয়ার বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল। এসময় শিশুটি ঘরের সামনের খেলা করতে গিয়ে ট্রলির নীচে চাপা পড়ে। শিশুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় খালিয়াজুরি থানার ওসি এটিএম মাহমুদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলি জব্দ করা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।