স্টাফ রিপোর্টারঃ করোনা সংকটকালীন সময়ে অসচ্ছল শিল্পীদের পরিচয় গোপন রেখে এবং সহায়তা গ্রহণকারী শিল্পীদের ছবি না তুলে বহুরূপী নাট্য সংস্থা ময়মনসিংহ, ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশন ও গ্রুপ থিয়েটার ফেডারেশান ময়মনসিংহ বিভাগ এর যৌথ উদ্যোগে গতকাল ৯ এপ্রিল ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশন এর সভাপতি শাহাদাত হোসেন খান হিলুর নেতৃত্বে চাল, ডাল, আলু, তেল, লবণ, সাবান প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।
এ সময় ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশন এর সভাপতি শাহাদাত হোসেন খান হিলুর জানান, দেশের এই সংকটকালীন সময়ে শিল্পীরা বেশি অসহায় হয়ে পড়ছে। তারা কাউকে বলতেও পারে না,কারো কাছে হাত পাততেও পারে না। তাদের পরিবার পরিজন নিয়ে হিমশিম খাচ্ছে। তাই ৬০ জন অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের মাঝে যৌথভাবে এই সহায়তা দেয়া হয়।
তবে নিরাপদ দূরত্ব বজায় রেখে সমাগম এড়িয়ে সুষ্ঠুভাবে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মো: রমজান, আপেল চৌধুরী, এড আবুল কাশেম, তুষার, মানস তালুকদার প্রমুখ।