কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার দুর্গাপুরে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জনগনের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজের জীবন বাজী রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে দিনভর চন্ডিগর ইউনিয়ন ও সদর ইউনিয়নে বেশক’টি মোড়ে জনসচেতনতার নেতৃত্ব দেন এ চৌকস অফিসার ওসি মো. মিজানুর রহমান।
জীবন যুদ্ধে আপোষহীন সাহসী সৈনিক অত্র জনপদের এ যেন এক অকুতোভয় যোদ্ধা ওসি মোঃ মিজানুর রহমান । মাঠে প্রান্তরে ছুটে চলা এক সাহসী বীর সৈনিক। রাত দিন চলছে তো চলছেই। এ চলা দুর্গাপুরের জনগনের কল্যাণে এক নিবেদিত যাত্রা। মৃত্যুর মিছিলে কাঁপছে পুরো বিশ্ব। ভয় আর আতঙ্ক নিয়ে চর্তুদিক ছুাঁটাছুটি।
কখন জানি ডাক আসে মৃত্যুর। তবু মৃত্যুর কাছে কাবু নন, এমন পুলিশ পরির্দশক রাতের ঘুম হারাম করে ছুঁটে চলছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। করোনা ভাইরাস মোকাবেলায় জনগনকে সচেতন করার লক্ষ্যে জীবনের ঝুকি নিয়ে জনগনের পাশে দাঁড়ানো এই ব্যক্তিটি আর কেউ নয়, তিনি ‘জনতার ওসি’ খ্যাত দুর্গাপুর থানার ওসি মোঃ মিজানুর রহমান।
জনগনের উদ্দেশ্যে অনুরোধ প্রকাশ করে প্রতিটি মোড়ে মোড়ে এ সময়ের যোদ্ধা ওসি মিজানুর রহমান বলেন, আপনারা নিজে বাঁচুন। অন্যকে বাঁচাতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ১৯৭১ সালের যুদ্ধ ছিলো ঘর থেকে হয়ে পাকিস্থানী হানদার বাহিনীকে পরাস্ত করা।
২০২০ সালের যুদ্ধটা হলো করোনা নামক সংক্রামণ ব্যাধি থেকে ঘর বন্দি হয়ে নিজেকে রক্ষা করা। আর এটা মুক্তিযুদ্ধের মতো জীবন বাজির কোন ঘটনা নয়। সচেতনতাই এ ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ। আসুন সকলে মিলে এ প্রতিরোধ যাত্রায় সুর তুলি,ঐক্যবদ্ধভাবে ঘরে বসে যুদ্ধে অংশ গ্রহণ করি। আমরা সচেতন হলে উপর ওয়ালা আমাদের হেফাজত করবেন।
ওসি মিজানুর রহমান আরো জানান, জীবন মানেই যুদ্ধ। যুদ্ধে টিকে থাকার চেয়ে কঠিন হলো মানসিক শক্তিতে নিজেকে বলিয়ান রাখা। আর সেই যুদ্ধের সাথে আমরা লড়াই করছি। তবে উপর ওয়ালা সবাইকে হেফাজত করবেন। তবে আমাদের সচেতনতার কোন বিকল্প নেই।
প্রতিদিন পৌর সদর সহ আটটি ইউনিয়নে গণ জমায়েত বন্ধ করতে পুলিশি টহল জোরদার করা হচ্ছে। আমি নিজে সঙ্গীয় ফোর্স নিয়ে দিনের খাবার রাতে,আর দিনেরটা রাতে খেয়ে কোনমতো সময় পার করছি। তবু আমি দায়িত্বের সাথে কোন রকম আপোষ করতে রাজী নই। এ সীমান্তবর্তী অ লকে একটি সুন্দর আইন শৃঙ্খলা উপহার দেওয়াই আমার লক্ষ্য ও উদ্দেশ্যে। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে সকল স্তরের ব্যক্তিদের করোনা সংক্রমণ মোকাবেলায় সচেতন মহলের ভুমিকা কোন বিকল্প নেই বলে মত প্রকাশ করেণ তিনি।