কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৌরসভার আয়োজনে পৌর শহরে ভাসমান বেঁদে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হিজরা, মেথর ও সুইপার কলোনীতে প্রায় ৬ শত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে বিরিশিরি হাই স্কুল মাঠে অস্থায়ী বেঁদে সম্প্রদায়দের এ সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ইস্যুতে গত প্রায় ১৫দিন পুরো শহর লকডাউন থাকায় বেঁদে, দরিদ্র আদিবাসী, মেথর ও সুইপার কলোনীতে বসবাস কারীদের মাঝে নিরাপদ দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তাঁদের ঘরে যে পরিমান খাদ্য সামগ্রী ছিলো তা ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে। এরই প্রেক্ষিতে ওই সম্প্রদায়ের পাশে দাঁড়াতে দুর্গাপুর পৌরসভা এ উদ্দ্যোগ গ্রহণ করেন।
এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম, এএসপি সার্কেল মাহমুদা শারমিন নেলী, পৌর মেয়র আলহাজ্জ্ব মাওলানা আব্দুল সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সাদ্দাম আকঞ্জি, প্রকৌশলী নওশাদ আলম সহ পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।