বাবলী আকন্দঃ বিশ্বজুড়ে করোনার যুদ্ধে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। বাংলাদেশে এর প্রভাব শুরু হয়েছে গত ৮ মার্চ থেকে। করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধের পাশাপাশি গণপরিবহন চলাচল বন্ধসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করে।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রশাসন, জেলা ও সিটি প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দের সহযোগিতায় করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আজ ময়মনসিংহ বিভাগের জামালপুরে ১ জন ও শেরপুরে ১ জন করোনা পজেটিভ ব্যক্তি পাওয়া যায়। এরপর থেকেই ময়মনসিংহ জেলার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান এর নির্দেশে ময়মনসিংহ জামালপুর- শেরপুর সড়ক যোগাযোগ বন্ধ করা হয়েছে । ময়মনসিংহ জেলার সদর উপজেলার ১নং অষ্টধার ইউনিয়নের সাথে শেরপুরে শিকদারপাড়া ফেরিঘাট এবং জামালপুর, মুক্তাগাছা এবং টাঙ্গাইলের সাথে জনসংযোগ বিচ্ছিন্ন করা হয়। দীঘারকান্দা বাইপাসেও চেকপোস্ট বসানো হয়েছে।
এদিকে নেত্রকোনার পূর্বধলায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যুতে পূর্বধলা থানার ওসি মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে পূর্বধলা চৌরাস্তায়ও চেকপোস্ট বসানো হয়েছে এবং পূর্বধলা উপজেলা লকডাউন করে দেওয়া হয়েছে।
এ সম্পর্কে সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান এ প্রতিবেদককে জানান, ময়মনসিংহের সদর উপজেলাকে করোনা প্রতিরোধে আক্রান্ত জেলা জামালপুর ও শেরপুর এর থেকে শিকদারপাড়া ফেরিঘাটসহ ময়মনসিংহে প্রবেশের মুখগুলোকে আমরা বন্ধ করেছি। এছাড়া টাঙ্গাইল ও মুক্তাগাছার পথও বন্ধ করা হয়েছে এবং প্রতিরোধ ব্যবস্থা নিয়েছি। ইনশাআল্লাহ সবাই মিলে আমরা এ দূর্যোগকে কাটিয়ে উঠবো। তবে সবার প্রতি আহবান থাকবে সবাই যেন ঘরে থাকে। অপ্রয়োজনে কেউ যেন ঘর থেকে বের না হয়।
এছাড়া ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজীর নেতৃত্বে ফুলপুর থানা সীমান্তে বসানো হয়েছে চেকপোস্ট। ময়মনসিংহ হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা ফুলপুর সীমান্তে ধলী বাজার, ফুলপুর হালুয়াঘাট সীমান্তে সরচাপুর এবং ফুলপুর নকলা সীমান্তে গৌড়দ্বার হাট পাগলা বাজারে এ চেকপোস্ট বসানো হয়। সবার চলাচল যাতে অবাধ না হয় সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়াও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিজ নিজ গ্রামগুলোতেও অবাধ যাতায়াত বন্ধ করতে চেকপোস্ট বসানো হয়েছে। গ্রামের প্রবেশপথে কেউ প্রয়োজনে বের হলেও জীবাণুনাশক স্প্রে করে হাত ধুয়ে প্রবেশ ও বের হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হয়েছে।