শিমুল শাখাওয়াতঃ
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পাহাড় অনন্তপুর গ্রামে করোনায় কর্মহীন ১০জন কে নগদ টাকা এবং ৬৫ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় (চাল,ডাল,তেল,আলু,সাবান,ডিম,লেবু,মাস্ক) সামগ্রী বিতরণ করেন জাতীয় ক্রীড়াবিদ শিরিন সুলতানার ছোট ভাই জাহিদ হাসান।
করোনায় ঢাকায় আটকে আছেন ক্রীড়াবিদ শিরিন সুলতানা ফোনালাপে তিনি বলেন, আমি ঢাকা থাকায় আমার পরামর্শে আমার ছোট ভাই জাহিদ হাসান অল্প সংখ্যক মানুষের মাঝে গতকাল ও আজ সকালে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করে। এই বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে ইনশাআল্লাহ্।
জাতীয় ক্রীড়াবিদ শিরিন সুলতানা সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তিদের অনুরোধ করে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী করোনায় উপার্জনহীন দরিদ্রদের পাশে সহায়তার হাতটি বাড়িয়ে দিন।
“আসুন অসময়ে দাড়িয়ে সঠিক কাজটি করি, মানবিকতার পতাকাটি উচুঁ করে দেরী” ।