কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দৈনিক হাজিরায় কাজ করেন এমন শ্রমিকদের স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। শহর ও আশপাশের এলাকা থেকে বাসা বাড়িতে কাজ করে এমন শ্রমিকদের নিরাপদ দুরত্ব বজায় রেখে রোববার দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
করোনা ইস্যুতে ১২দিন দুর্গাপুরের পুরো শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাসা-বাড়ী সহ বিভিন্ন স্থানে কোন কাজ করতে পারছেনা তারা। তাদের ঘরের খাদ্যও ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে। এরই প্রেক্ষিতে ওই সকল শ্রমিকদের পাশে দাঁড়াতে এমপি মহোদয়ের পক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি পাভেল চৌধুরী এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, কাউন্সিলর বিপ্লব রেমাসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।