সংবাদ বিজ্ঞপ্তিঃ ৫ এপ্রিল গার্মেন্টস কারখানা খোলার কথা বলে দেশজুড়ে শ্রমিকদের ঘর বাহির করে শ্রমিকদের অবর্ণনীয় কষ্ট ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইলস শ্রমিক ফেডারেশন।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইয়াছিন এবং সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত এক যুক্ত বিবৃতিতে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশের সাথে সাথে উপযুক্ত ক্ষতিপূরণও দাবি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন সরকার ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করলেও গার্মেন্টস সেক্টরের মালিকরা ৫ এপ্রিল গার্মেন্টস কারখানা চালু করার কথা বলেন। শ্রমিকদের মজুরি প্রদান এবং কোথাও কোথাও চাকরি হারানোর ভয় দেখিয়ে শ্রমিকদের কারখানায় যোগদান করতে বলা হয়।
করোনা পরিস্থিতির বিশেষ সময়ে লক্ষ লক্ষ শ্রমিকদের পায়ে হেঁটে, ট্রাক-পিকআপের মত গণপরিবহনে ঠাসাঠাসি করে যাতায়াত করায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশব্যাপী এই বিক্ষোভ ও প্রতিবাদের কারণে বিজিএমইএ হতে আবার ১১ এপ্রিল পর্যন্ত সকল কারখানা বন্ধের আহ্বান জানানো হয়। এর ফলে শ্রমিকদের কষ্ট ও দুর্ভোগ আরও অত্যধিক বেড়ে যায়। করোনা সংক্রমনের বিশেষ পরিস্থিতিতে অনেক অঞ্চলে শ্রমিকরা তাদের ভাড়া ঘর বাড়িতে প্রবেশ করতেও বাড়ির মালিকরা সংক্রমণের ভয়ে প্রবেশ নিষেধ করেন। অনেক শ্রমিকদেরকে তাই রাস্তাতেই রাত কাটাতে হয়েছে। শ্রমিকদের এরকম অবর্ণনীয় কষ্ট ও দুর্ভোগের মধ্যে ফেলে দেওয়ায় নেতৃবৃন্দ এর জন্য মালিকদের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।
এছাড়াও শ্রমিকদের বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা এবং সকল ধরনের স্বাস্থ্য নিরাপত্তার আহবান জানানো হয়। একই সাথে বিকল্প উপায়ে শ্রমিকদের বকেয়া পাওনা সহ মার্চ মাসের পূর্ণাঙ্গ মজুরি পরিশোধ করার আহবান জানান নেতৃবৃন্দ।
অনেক কারখানাতেই শ্রমিকদের ছাঁটাই ও লে-অফ করার ঘটনা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়- সরকার গার্মেন্ট শিল্পের জন্য যখন প্রণোদনা প্রদান ও শ্রমিক-কর্মচারীদের চাকরি থেকে বাদ না দেওয়ার জন্য সর্তকতা প্রদান করেছে, তখন যেকোন উপায়ে শ্রমিকদের চাকুরিচ্যুতি ও প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা মালিকদের স্বেচ্ছাচারিতা ও অমানবিক আচরণের প্রকাশ।
তাই, সকল শ্রমিকদের সবেতনে ছুটিসহ তাদের চাকুরী ও স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেতৃবৃন্দ মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বার্তা প্রেরণ করেন বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইলস শ্রমিক ফেডারেশন এর সদস্য তফাজ্জল হোসেন।