কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
করোনা ভারইসের প্রাদুর্ভাব হতে বিপর্যয় ঠেকাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া সদর ও চিরাং বাজার এলাকায় ভ্রাম্যমান আদালাতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমান আদালাতে পরিচালনা করেন উপজেলার ইউএনও আল ইমরান রুহুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) খাবিরুল হাসান। দুইজনে পৃথক স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০টি মামলায় জরিমানা করে ২৫ হাজার ৬০০ টাকা আদায় করেন।
জরিমানার দন্ডাদেশ প্রাপ্ত হলো মো. হেলাল মিয়া, মো. রফিক, সোহেল মিয়া, জুনায়েদ আহমেদ, স্বপন মিয়া, জাহাঙ্গীর, টিটু মিয়া সহ আরো তিনজন।
কেন্দুয়া উপজেলার ইউএনও আল ইমরান রুহুল ইসলাম জানান, সরকারি আদেশ অমান্য, অযথা হাট-বাজারে ঘুরাঘুরিসহ দন্ডবিধি ও সড়ক পরিবহন আইনের বিভিন্ন অপরাধে দুটি মোবাইল কোর্টের মাধ্যমে ১০টি মামলায় মোট ২৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।