কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
সারা বিশ্বে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবজনিত কারনে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় নেত্রকোনায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ খাদ্যদ্রব্য ও সাবান বিতরন করেছে। শনিবার (৪ এপ্রিল) সহ গত তিনদিনে পৌরসভার বিভিন্ন এলাকা সহ আশপাশের ফরিদপুর, মইশাখালী ও কুনিয়া এলাকায় খেটে খাওয়া অতিদ্ররিদ্র ৪৭৫টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ও সাবান বিতরন কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় প্রত্যেককে ৩ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ ও হাত ধোয়ার উপকরণ হিসেবে প্রত্যেককে দুটি করে লাইফবয় সাবান বিতরন করা হয়। গত ২ এপ্রিল সংগঠনের কেন্দ্র অফিসে সামান্য পরিসরে উপকরণ বিতরনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে সংগঠনের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ওই সমস্ত উপকরণ পৌঁছে দেন।
নেত্রকোনা কেন্দ্রের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী জানান, করোনা ভাইরাস জনিত কারনে সুষ্ট পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রাখায় খেটে খাওয়া কর্মহীন সাধারন মানুষের জন্য বাংলাদেশ নারী প্রগতি সংঘের সামান্য প্রয়াস।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা অনুযায়ি নারী প্রধান খানা হিসেবে বিধবা বা স্বামী পরিত্যাক্ত পরিবার, প্রতিবন্ধী সদস্য আছে এমন পরিবার, অতিদরিদ্র পরিবার, পিছিয়ে পড়া সংখালঘু পরিবার এবং তৃতীয় লিঙ্গের সদস্যদের তালিকা তৈরীর মাধ্যমে এই সমস্ত উপকরন সমূহ পৌঁছে দেয়া হয়েছে।
এছাড়াও ইতোমধ্যে সংগঠনের সহযোগিতায় যুবাদল সমূহ মানুষকে সচেতন করার লক্ষ্যে পাড়ায় পাড়ায় লিফলেট বিতরন সহ মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে।