স্বাগত সরকার শুভ (খালিয়াজুড়ী) নেত্রকোনা :
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরে আনুমানিক ৫৫ বছর বয়সের একব্যাক্তি জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছেন। পরে চিকিৎসকেরা করোনা ভাইরাসের উপসর্গ থাকার সন্দেহে নৃপেন্দ্র সরকারের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছেন। মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান বলে জানান, মৃত ব্যাক্তির প্রতিবেশি দীনেশ সরকার। তিনি জানান, বেশ কিছুদিন আগে হালকা জ্বর নিয়ে গ্রামের বাড়িতে আসেন। এর পর থেকে ধীরে ধীরে জ্বর বাড়তে থাকে। সর্দিসহ শ্বাসকষ্টেও ভুগছিলেন তিনি। বেলা ১১ টার দিকে পরিবারের লোকজন মৃত ব্যাক্তির অন্তোষ্টিক্রিয়া করতে শ্মশানে মরদেহ নিয়ে যান।
স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম তালুকদার ও স্বাগত সরকার শুভ জানান, দুপুর ১২টার দিকে শ্মশানে গিয়ে চিকিৎসকেরা মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছেন। এর পরে মৃতের পরিবারের ৫ জন স্বজন অন্তোষ্টিক্রিয়া শুরু করেন।
নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান জানান, মৃত ব্যক্তির জ্বর, শ্বাসকষ্টের মত করোনাভাইরাসের উপসর্গ থাকার কথা স্থানীয়রা জানালে সাথে সাথে চিকিৎসকদের নমুনা সংগ্রহের জন্যে পাঠানো হয়। খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলি দে, রাজীব হোসেন ভুইয়া ও মুকুল মজুমদার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করেছেন। সরকারি নির্দেশনামতেই মারা যাওয়া ব্যাক্তির অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।
খালিয়াজুরী থানার ওসি (তদন্ত) বশিরুল আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সেখানে গিয়েছে।
খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচ এম আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে যা জেনেছি মৃত ব্যাক্তি গত ৬ মাস পূর্বে ঢাকা থেকে মোহনগঞ্জ উপজেলাতে আসেন। এর প্রায় ১ মাস পর খালিয়াজুরীতে আসেন। করোনার আবির্ভাবের আগ থেকে তার গ্যাস্ট্রিক, কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল।
ময়মনসিংহ থেকে নমুনার রিপোর্ট না আসা পর্যন্ত সামাজিক নিরাপত্তা বজায় রাখতে ওই পরিবারকে ভিতরে থাকতে বলা হয়েছে এবং পরিবারকে খাদ্য সামগ্রীর সহায়তা পৌঁছে দেয়া হবে বলে তিনি জানান।