আনোয়ার হোসেন রনি,মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার মোহনগঞ্জে করোনার কারণে গৃহবন্দী হয়ে কর্মহীন হওয়া মানুষের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নে সরকারি বরাদ্দের খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল। এ সময় সাহায্যপ্রার্থীদেরকে তিনি নিদিৃষ্ট দূরত্বে চক্র এঁকে তার ভিতরে সাড়িবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের হাতে তিনি ত্রাণ সামগ্রী তুলে দেন।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে জিআর চাউল বিতরণ করা হয়েছে।
ইউনিয়নের সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৮টি পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। এতে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি চাল, দেড় কেজি আলু, আধা কেজি ডাল ও একটি করে জীবাণু নাশক সাবান দেওয়া হয়। এসময় উপজেলা উন্নয়ন প্রকল্পের ইউডিএফ মুহাম্মাদ আব্দুল জলিল, ইউপি সচিব মনিময় সাহা ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চেয়ারম্যান বলেন, যে পরিমাণ চাউল ও অন্যান্য সামগ্রী বরাদ্দ পেয়েছিলাম তা লিস্ট করে কর্মহীন দরিদ্রের মধ্যে বিতরণ করা হয়েছে। এবার যাদের দেয়া যায়নি আগামীতে আরো বরাদ্দ পেলে তাদেরকে দেয়া হবে বলেও জানান তিনি।