কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
অঘোষিত লকডাউন এর কারনে গৃহবন্ধী নিম্ন আয়ের মানুষ। উপার্জনের মাধ্যম ফুটপাতের দোকান থেকে রিক্সা,ভ্যান সকল কিছুই বন্ধ। নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার খাবার জোটানো অনিশ্চিত এমন এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এছাড়া করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত এর লক্ষ্যে ডাক্তার ও সংশ্লিষ্টদের নিরাপত্তার জন্যে নেত্রকোনায় তিন শতাধিক পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরন করেছে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ড. দীপায়ন সরকার দীপ।
তিনি বুধবার (১ এপ্রিল) নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলায় সকাল ১০টা থেকে চলে ত্রাণ বিতরন কার্যক্রম। সেই সাথে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সড়কে চলাচল করা যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়। সপ্তাহব্যাপী গত রবিবার (২৯ মার্চ) থেকে শুরু হওয়া প্রথম ধাপের এই কার্যক্রম চলবে আগামী রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত।
বারহাট্টা উপজেলার চা বিক্রেতা লতিফ (৫৫) বলেন, ‘দোকান বন্ধ করতে মাইক মারসে, পুলিশ আইসে আমিও বন্ধ রাখসি। অহন আর পারতাসিনা। আমরা গরীব পেডের দাই চা বেচি। ভোটের সময় আহে কিন্তু সারা বছর কেউরে দেহি না। আইজকা প্রথম কেউ চাইল ডাইল দিলো যে ভোট চাইতে আই নাই। তার লাইগা দোয়া করি। সরকার যেনে আমগোরে দেহে।’
নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলার সিভিল সার্জন মো. তাজুল ইসলামের মাধ্যমে ডাক্তারদের জন্য পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) পৌঁছে দেন। এছাড়া নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জন্যেও পিপিই বিতরন করেছেন তিনি।
এ ধরনের কর্মসূচী নিয়ে জেলা আ’লীগ সদস্য ড. দীপায়ন সরকার দীপ বলেন, ‘যাদের জন্যে আমরা রাজনীতি করি তারা ভালো না থাকলে আমাদের এই রাজনীতির দরকার পড়বে না। তাই জনগণের ভালো রাখতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা বেশী সমস্যায় আছে এই করোনার প্রকোপে। আমার সাধ্যের মধ্যে যতোটুকু তার সবটা দিয়েই চেষ্টা করছি এই ছিন্নমূল দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে। তারা ভালো থাকলেই ভালো থাকবে দেশ। সপ্তাহব্যাপী প্রথম ধাপে এই কার্যক্রম চলবে। এ ধরনের কর্মসূচীরে মাধ্যমে একহাজার দরিদ্র পরিবার খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, লবন, আলু) ইতোমধ্যে পেয়েছে। আমি চেষ্টা করছি কোন প্রকার জমায়েত বা লোক সমাগম না করে নেত্রকোনা ও বারহাট্টার মানুষের কাছে পৌছে দিতে। এতে আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা।’
করোনা ভাইরাস থেকে নিরাপদ ও সতর্ক থাকতে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়েছে। পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদেরও এই ত্রাণ কর্মসূচির আওতায় আনার ঘোষণা দেন ড. দীপায়ন সরকার দীপ।
উল্লেখ্য, ড. দীপায়ন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ।