নেপাল ধরঃ ময়মনসিংহ গতকাল ১ এপ্রিল বুধবার জনতা ব্যাংক লিমিটেড, ইও -১০ ব্যাচ, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও দুস্হ মানুষদের জন্য খাদ্যসামগ্রী ময়মনসিংহ এর সহযোগিতায় অরুপ রতন পন্ডিত এর সার্বিক তও্বাবধানে ৮০ জন পরিবারের জন্য ৪কেজি চাল ১কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি পিয়াজ, ১লিটার সোয়াবিন তেল ও ১কেজি চিরা মোট ৮০ পেকেট খাদ্যসামগ্রী জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর কাছে পৌঁছে দেওয়া হয়। এসময় জনতা ব্যাংক লিমিটেড,ইও-১০ ব্যাচ এর সদস্য রিপন, নাঈম, মুশফিক, ফুরকান, মোশারফ, ফারুক, জহির, মোমেন, কামরুল, রাসেল, নাজমুল, রাকিব, সঞ্চিতা, সুমিত, সুজন, ফারহানা, জান্নাতুল, সিরাজ, নূর মোহাম্মাদ, আহসান, মামুন, মাহমুদ ও ইসরাত উপস্হিত ছিলেন এসময় জেলা প্রশাসক সবাইকে ধন্যবাদ জানান।