কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা):
করোনায় খাদ্য সহায়তার কর্মসূচীতে নেত্রকোনায় চলছে সরকারি বেসরকারি খাদ্য সামগ্রী সহ উপকরণ বিতরন। বৃহস্পতিবার পর্যন্ত জেলা প্রশাসক, পৌরসভা, ব্যাক্তিগত এবং সাংগঠনিকভাবে চলছে দিনমজুর শ্রমজীবীদের মাঝে এসকল খাদ্য সহায়তা কর্মসূচী সহ উপকরণ দেয়া হচ্ছে।
এ পর্যন্ত নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম সরকারি খাদ্য সামগ্রী জেলা ও উপজেলা মিলিয়ে ১৮ হাজার ২০০ পরিবারের মাঝে বিতরন করেন। এর মাঝে রয়েছে জিআর চাল ১৮২ মে.টন এবং নগদ ৬ লক্ষ ৮ হাজার টাকা।
নেত্রকোনা পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান পৌরসভার উদ্যোগে ২ হাজার ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
গ্রামীণ ফোনের ডিলার মুক্তিযোদ্ধা সেন্টু রায় দিয়েছেন এক হাজার পরিবারের মধ্যে। বারসিকের অহিদুর রহমান ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন ১০০ পরিবারকে খাদ্য সহায়তা। আওয়ামীলীগ নেতা দীপক ধর গুপ্ত ব্যাক্তিগত ভাবে ২০০ পরিবারের মধ্যে দেন খাদ্য সামগ্রী।
এছাড়া স্বাবলম্বী উন্নয়ন সমিতি বিভিন্ন সচেতনতার লিফলেট সহ সদর উপজেলায় চল্লিশা ও রৌহা ইউনিয়নের ৮টি গ্রামের প্রায় হাজার মানুষের মাঝে এক হাজার করে সাবান ও মাস্ক বিতরন করেছে।