করোনা প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের পৃষ্ঠপোষকতা
সুহাদা মেহজাবিন: করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে কদর বেড়েছে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের। নেত্রকোনার পূর্বধলায় আরবান কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের সার্বিক পৃষ্টপোষকতায় ৫০ হাজার হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়েছে। সাধারণ মানুষের চাহিদা মেটাতে এসব হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুরক্ষায় রাষ্ট্রের স্বার্থ ও সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এসব হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, আরবান এর নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান ও জেলা পরিষদ সদস্য এ কে এম মাজহারুল ইসলাম রানা।
হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনে সহযোগিতায় ছিলেন জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি (বিএসসি)। এসময় স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন আরবান এর কো-অর্ডিনেটর আবুল আরশাদ, কামরুল ইসলাম খান, এনায়েত কবির রুবেল, রহমত আলী, এহসানুল, এনামুল ও হারুন অর রশিদ।
দেশের সংকটময় মুহূর্তে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ অবস্থায় আমাদের সবার উচিত নিজ নিজ ঘরে অবস্থান করা। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া উচিত নয়। করোনা প্রতিরোধে ঘরে থাকুন, নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যজনকেও নিরাপদে রাখুন।